Sunday, 19 March 2023

ইসলামপুরে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বি এম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বি এম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসর আলী 

জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বি এম কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয়টির আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল।

রবিবার(১৯মার্চ) সকালে নবীন-বরণ ও এস এস সি ভোকেশনাল ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত হয়।এরপরে চলে আলোচনা সভা। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল,আঃ মালেক,আব্দস ছালাম,আনিছুর রহমান,বেলগাছা ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহানশাহ সরকার,সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সামছুল আলম,সহকারী অধ্যাপক মঞ্জুরুল কাদের পালোয়ান,প্রভাষক রাশেদুল করিম ও সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মতিন প্রমুখ।

এসময় স্থানীয় গণমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান,কামরুজ্জামান,জাকিয়া সুলতানা।

আগামীকাল দ্বিতীয় পর্বে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।