নিজস্ব প্রতিবেদকঃ
মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুর। চেয়ারম্যানের দায়িত্বে এখনও রয়েছেন বহাল এ ঘটনায় সাধারণ জনগণের মাঝে প্রশ্ন উঠেছে।
৫ই আগস্টের পর দেশের ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হলেও এখনো পরিবর্তন হয়নি ২ নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি মির্জা আজমের প্রভাব ও ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে দুই,দুই বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন মোজাম্মেল হক বাচ্চু। চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করার পর থেকেই তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ। তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। কাজ না করেও তিনি অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় নিযুক্ত ছিলেন।
এছাড়া, জানা যায়,আওয়ামী লীগ সরকারের বিগত দিনে চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করার জন্য কুখ্যাত হয়েছেন। স্থানীয় বিরোধী দলের নেতাদের পরিষদে ডেকে এনে করতেন মারধর ও ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করতেন।
সচেতন মহল জানান,ফ্যাসিস্ট সরকারের সহযোগী হওয়ার পরও মোজাম্মেল হক বাচ্চু কীভাবে চেয়ারম্যানের দায়িত্বে বহাল রয়েছেন, এটাই সাধারণ জনগণের প্রশ্ন এবং চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুর নামে এখনো হয়নি কোন রাজনৈতিক মামলা।
চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ৬ বছর আগে আওয়ামী লীগ করতাম বর্তমানে আমার কোন পদ নাই। বিএনপি নেতাদের সাথে আমার ভালো সম্পর্ক থাকায় আমার নামে কোন মামলা হয়নি।