Sunday, 1 October 2023

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে নিরিহ পরিবার কে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামালপুরে মিথ্যা মামলা দিয়ে নিরিহ পরিবার কে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃমাহমুদা বেগম(২৯) নামে এক গৃহবধু। শনিবার রাত ৯ ঘটিকায় শহরের একটি বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরদারপাড়া গ্রামের মোঃ আনোয়ার রাসেলের স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম (২৯) বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পতিতে আমরা দীর্ঘ বছর যাবত বসবাস করিয়া আসিতেছি এবং অনেক বছর আগে আমাদের ঘর উঠনোর সময় ঘরে চালের পানি পড়ার জন্য ঘরে পশ্চিম পাশ দিয়ে খালি জায়গা রাখা হয়েছিলো। উক্ত জায়গা দিয়ে একই এলাকার আবছার আলীর ছেলে মোঃ মামুন (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), আইনজীবী আব্দুল্লাহ আল মাছুম সুমন এর স্ত্রী মোছাঃ সুমি বেগম (৩৫), মোছাঃ বির্থী বেগমরা আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করিয়া আসিতেছিলো। এখন আমারদের এই পরিত্যক্ত জায়গাটি ঘর তোলার জন্য বন্ধ করে দিতে গেলে প্রতিবেশী মামুন গংরা বাদা প্রদান করে এবং আমাদের পরিবারের নামে আদালতে মিথ্যা মামলা করেন।পরবর্তীতে জামালপুর কোর্টের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুপক্ষের কাগজপত্র দেখে মূল্যায়ন করে  সঠিক বিচারের মাধ্যমে মামলাটি আমাদের পক্ষে রায় দিয়ে খারিজ করে দেন। কোর্টের রায় নিয়ে আমরা খালি জায়গায় ঘর উঠাতে গেলে মামুন গংরা আদলতের রায় অমান্য করিয়া আমাদেরকে আবার বাধা প্রধান করে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।সেইসাথে আইনজীবী (সুমন) আমাদের নামে  ১৪৮, ১৪৭, ৩২৩ ও ৫০৬ এতো গুলো ধারার মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানির স্বীকার করছে এবং কোর্টে জামিনের জন্য গেলে তার ক্ষমতা দিয়ে কোন উকিল আমাদের পক্ষে দাড়াতে দিবেনা বলে হুমকি প্রদান করেন। 

আমরা এর আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় সাধারন জিডি করিয়াছি।

মাহমুদা আরও বলেন আমরা এই মিথ্যা মামলা ও নির্যাতন থেকে মুুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করছি এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  সকল আইনজী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।সুমনের মত স্বার্থলোভী আইনজীবীর জন্য মহৎ ও সম্মানের এই আইন পেশার সম্মান ক্ষুণ্য হচ্ছে। 

এই বিষয়ে আইনজীবী এ্যাডভোকেট আবদুল্লা আল মাছুম (সুমন) বলেন, তারা আমাদের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা টি বন্ধ করে নিতে গিয়েছিল আমরা বাধা দিলে তারা আমাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে আমার ছোট ভাইয়ের হাত কেটে যায়,পরবর্তী আমরা তাদের নামে মামলা দায়ের করি।