Friday, 13 October 2023

ইসলামপুরে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদের গণসংযোগ পথসভা

ইসলামপুরে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদের গণসংযোগ পথসভা

জামালপুর ইসলামপুর প্রতিনিধিঃ 

জামালপুর-২ ইসলামপুরে নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। 

শুক্রবার(১৩অক্টোবর) সকালে নির্বাচনী এলাকা গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া,মোহাম্মদপুর,মহলগীরি,বৌলাকিপাড়া,কাছিমাচর,কুমিরদহ বাজারে এসব গণসংযোগ ও পথসভা করা হয়। এসময় নেতা-কর্মীরা মিছিল নিয়ে লাঙ্গলের পক্ষে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,সহ- সভাপতি ফেরদৌসুর রহমান সরকার,জুয়েল সরকার,তোতা ফারাজী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, ফকির মমতাজুর রহমান,শাহাবুদ্দীন,পৌর শহরে সভাপতি তারা মিয়া,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুব সংহতি সাধারণ সম্পাদক শহিদুর রহমান বাবু,জহুরুল মন্ডল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ প্রমুখ।

পথসভায় মোস্তফা আল মাহমুদ বলেন, মুষ্ঠিমেয় কিছু লোকের অশুভ শক্তির কাছে সমস্ত মানুষ আজ জিম্মি হয়ে আছে। এ থেকে মানুষ মুক্তি পেতে চায়। এই মুক্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের অধিকার জনগণকে আদায় করতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ আমাকে দিয়েছেন। আমি আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। আগামী সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।