Saturday, 13 July 2024

জামালপুর সদর নারিকেলি গহেরপাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৩!

জামালপুর সদর নারিকেলি গহেরপাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৩!

         JNEWS24TV.COM

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার নারিকেলি গহেরপাড়া আলফা অটো ব্রিকস্ লিঃ এর সামনে জামালপুর গেটপার থেকে রশিদপুর দিকে ছেড়ে যাওয়া সিএনজি আলফা অটো ব্রিকস্ লিঃ সামনে দাড়িয়ে থাকা ট্রাক কে কাটিয়ে যেতে মধুপুর থেকে ছেড়ে আশা মাইক্রো বাসের সাথে সংঘর্ষ হয়, এতে করে মজিবর (৫০) নামে এক ব্যক্তি  নিহত হয় এবং ৩ জন্য আহত হয়,আহত ৩ জন জামালপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থা আছে ও সিএনজি ড্রাইভার হারুন মিয়া ঘটনাস্থল থেকে আহত অবস্থা পালিয়ে যাই।

আহত ব্যক্তি একজন মহিলা ও দুইজন পুরুষ, মহিলা আহত ব্যক্তির নাম ফাতেমা বেগম ও দ্বিতীয় জন এর নাম হায়দার আলী এবং তৃতীয় জনের নাম জনি মিয়া জানা যায় জনি মিয়া জামালপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন।

আনুমানিক,১০.১৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে সাথে সাথে এলাকার লোকজন জামালপুর ফায়ার সার্ভিস কে ফোন দেয়।

ফায়ার সার্ভিসের লোক গিয়ে ঘটনাস্থল থেকে ১জনকে নিহত ও ৩ জনকে আহত অবস্থায় পান। আহত ৩ জনকে জামালপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

এই ঘটনা জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও সিএনজি কে জব্দ করে জামালপুর সদর থানায় নিয়ে আসে।

আরো জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান,তজন্ত সাবেক এর মামলা প্রস্তুতি গ্রহণ করা হবে।

Saturday, 6 July 2024

জামালপুরে ৬ টি উপজেলায় ৪৫ টি ইউনিয়নে বন্যা কবলিত।। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ

 

জামালপুরে ৬ টি উপজেলায় ৪৫ টি ইউনিয়নে বন্যা কবলিত।। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ

                                     JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির

অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আজ

শনিবার সকাল ১১ টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর

পানি গত ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ,মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৪৫টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে ৬ হাজার ৮শ ৭২ হেক্টর ফসলি জমির ফসল। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলার কৃষি  উপ পরিচালক জাকিয়া সুলতানা। এদিকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। উপজেলার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে

মানবেতর জীবন যাপন করছে। বেশিরভাগ ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  উপজেলার পশ্চিমাঞ্চলের আটটি  ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী গ্রামের রফিকুল ইসলাম, সুলতান

মাহমুদ্, আব্দুল করিম এরা বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাজারে পানি উঠায় বিরাট সমস্যায় পড়েছি। 

ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, পুরো ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়ে ২০হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

রাস্তাগুলো তলিয়ে গিয়েছে। ভানবাসী মানুষ খুব কষ্টে দিন যাপন করছে।

রাতারাতি হঠাৎ করে পানি আসায় অনেকেরই জিনিষপত্র, হাঁস-মুরগী পানিতে ভেঁসে গেছে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করায় উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয় ও

৫০টি মাধ্যমিক ও ৫টি উচ্চ মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে।

তিনি আরও জানান, বন্যা আক্রান্তদের জন্য ১০৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

রয়েছে। ১২০ মে.টন চাল ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম জানান,

প্লাবিত এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক এবং ম্যানেজিং কমিটিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশসহ মেডিকেল টীম সার্বক্ষণিক প্রস্তুত থাকা নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, ধর্মমন্ত্রী আলহাজ্ন ফরিদুল হক খান দুলাল বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী মত বিনিময় শেষে ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়ন বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেছেন।

এদিকে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বন্যার পানির কারণে জেলায় ১শ ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

বন্যা দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন দুর্গতদের জন্য ৩শ মেট্টিক টন

চাল ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, গঠন করা হয়েছে ১১ টি মেডিকেল টিম।


Wednesday, 3 July 2024

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ম-দুর্নীতি তো অতিষ্ঠ শিক্ষক কর্মচারীরা

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ম-দুর্নীতি তো অতিষ্ঠ শিক্ষক কর্মচারীরা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো.মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে নানা অনিয়ম- দুর্নীতির ও উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তিনি চলতি বছর নতুন শিক্ষকদের পদায়ন ও বদলির ব্যাপারে ব্যাপক অনিয়ম দুর্নীতি অর্থ বাণিজ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
জানাগেছে জামালপুর জেলার ৭টি উপজেলায় চলতি বৎসর মোট ৩২৫জন শিক্ষাক (রাজস্ব) ও প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পেয়েছেন। এ সব শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২০জুনের মধ্যে যোগদাদের কথা রয়েছে। মেলান্দহ উপজেলায়  (রাজস্ব) খাতে ১৩জন শিক্ষকের জেলা অফিসে ২০ জুন/২৪ তারিখে যোগদান করার কথা থাকলেও যোগদান করেন ১২জন শিক্ষক। এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি দপ্তর আদেশ দেন এবং রেজিস্টারেও ১২ জন উল্লেখ করেন একজন অনুপস্থিত রাখেন। কিন্তু আসমাউল হুসনা নামে একজন শিক্ষক যোগদান না করায়  তিনি ২৫জুন যোগদান করতে এলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন খান তাকে যোগদান না করিয়ে প্রথমে ৫লাখ টাকা উৎকোচ দাবী করেন । পরে ঐ শিক্ষকের বাবা আব্দুস ছালাম তাকে কাকুতি মিনতি করে সুদের উপর ৩ লাখ টাকা নিয়ে এসে উৎকোচ দিলে জেলা শিক্ষা কর্মকর্তা আগের অফিস আদেশ বাতিল করে একই তারিখ ব্যবহার করে আরো একটি অফিস আদেশ দিয়ে যোগদানের নির্দ্দেশ দেন। এই মর্মে জামালপুর পেস্টাবের সভাপতি সম্পাদক বরাবর উৎকোষ প্রদানের বিষয়টি ভুক্তভোগীর পিতা আব্দুস সালাম অভিযোগ প্রেরণ করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে আরো জানাগেছে জেলা শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন খান  যোদানের পর থেকে শিক্ষাকদের মৌখিক পরীক্ষায় তিন-চার শ পরীক্ষার্থীর কাছে বেশী নাম্বার পাইয়ে দিতে ৫০ হাজার থেকে ১লাখ টাকা উৎকোচ নিয়েছেন। এ ছাড়া তিনি নতুন নিয়োগকৃত শিক্ষকদের ভাল সুবিধাস্থানে যোগদানের কথা বলে প্রায় দুই শতাধিক শিক্ষকের কাছে সর্বনিন্ম ৫০হাজার থেকে শুরু করে ১লাখ ৫০হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এসব কাজে সহযোগিতা করেছেন তার অফিসের হেডক্লার্ক আলী আহাম্মদ,পিয়ন সিয়াম ও গাড়ী চালক কমল।  এছাড়া অপর একটি অভিযোগের ভিত্তিতে জানা যায় দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সানজিদা হক নামে একজন শিক্ষক তিনি দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিতি সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে বরখাস্ত করা হলে তদস্থলে পশ্চিম লংকারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহিমা খানম অনলাইনের আবেদন করে বদলী হন মৌলভীরচর প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে ময়মনসিংহ বিভাগীয় অফিস কর্তৃক অভিযুক্ত শিক্ষককে পুনরায় তার স্থলাভিসিক্ত করার নির্দেশ দেন। কিন্তু বিদ্যালয়ে শূন্যে পদ না থাকায় বাধ্য হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্তমর্তা লংকারচর প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করেন। কিন্তু  জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তার সিটির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে সম্পূর্ণ অনিয়ম ও সরকারি বিধি বহিভর্‚ ভাবে অভিযুক্ত শিক্ষকের কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে দেওয়ানগঞ্জ পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের নির্দ্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান। শুধ তাই নয়, গত ২ জুলাই নতুন প্রদানকারী তো শিক্ষকদের জানিত যোগদানের আদেশ পুনরায় সংশোধন করে আবারো বেশ কয়েকজন শিক্ষকের কাছে মোটা অংকের উৎকোচ নিয়ে নতুন কর্মস্থল প্রেরণ করেছেন। এছাড়া তিনি ১০মার্চ/২৪ ইং তারিখে যোগদানের পর থেকে অফিসে বসবাস করলেও বাড়ী ভাড়া বিল কর্তন না করে উত্তোলন করে সে টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। তার এমন অনিয়ম- দূর্নীতির কারণে জেলার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী দিন- দিন অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুস সালাম জানান নিয়োগপত্র যোগদান পত্র দেরিতে পাওয়ায় যোগদান করতে দেরি হয়েছে পরে ২৫ তারিখে উপস্থিত হলে যোগদানের আমার কাছে প্রথমে পাঁচ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন ।আমি গরিব মানুষ বাধ্য হয়ে তিন লক্ষ টাকা সুদে করে নিয়ে তাকে দিয়েছি বলে জানান। 

এ ব্যাপারে জামালপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন দুর্নীতি অনিয়ম উৎকর্ষ গ্রহণ বন্ধে রন্ধে চলে গেছে রাষ্ট্রের জন্য কখনোই কাম্য নয় আমি এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান এর কাছে জানতে চাইলে তিনি উৎকোষ গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
উল্লেখ যে জামালপুরে যোগদানের আগে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা পদে থাকা কালে তিনি বিভিন্ন অনিয়ম-দূর্নীতি করায় তাকে ষ্ট্রেন রিলিজ করার ১৭দিন অতিবাহিত হতে না হতেই তাকে জামালপুর জেলায় পদায়ন করা হয় বলে জানাগেছে।




জামালপুরে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে হরতাল

 

জামালপুরে মাদারগঞ্জ  উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে হরতাল

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে  ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে  সকাল থেকে হরতাল  পালন করছে চেয়ারম্যানের কর্মী সমর্থক ও স্থানীয়রা। 

মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে।  হরতালের কারণে  মাদারগঞ্জে সব ধরনের  দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   রাস্তায় আন্দোলনে থাকা নেতা কর্মীরা কোন ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। 

আন্দোলনকারীরা জানায়, স্থানীয় সার ব্যবসায়ী নওশের  আলী  হত্যা মামলায়  মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব  নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ এজাহার নামীয়  আসামী না থাকা সত্ত্বেও  পুলিশের অধিকতর তদন্তে সম্পূরক চার্জশিটে তাকে  মামলায় অভিযুক্ত করা হয়। 

এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত ৩০ জুন তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়। গতকাল  সোমবার জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে  জেল হাজতে  প্রেরনের নির্দেশ দেন। 

কি খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মাদারগঞ্জ উপজেলা। 

রাতেই উপজেলা চেয়ারম্যানের নেতাকর্মী ও  সমর্থকরা জরুরী সভা ডেকে  মাদারগঞ্জে  হরতাল সহ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের নানা কর্মসূচি  ঘোষণা করেন। 

 আন্দোলনকারী নেতা কর্মীরা জানান, নেতার মুক্তি না হওয়া পর্যন্ত  তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।