Saturday, 13 July 2024

জামালপুর সদর নারিকেলি গহেরপাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৩!

জামালপুর সদর নারিকেলি গহেরপাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৩!

         JNEWS24TV.COM

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার নারিকেলি গহেরপাড়া আলফা অটো ব্রিকস্ লিঃ এর সামনে জামালপুর গেটপার থেকে রশিদপুর দিকে ছেড়ে যাওয়া সিএনজি আলফা অটো ব্রিকস্ লিঃ সামনে দাড়িয়ে থাকা ট্রাক কে কাটিয়ে যেতে মধুপুর থেকে ছেড়ে আশা মাইক্রো বাসের সাথে সংঘর্ষ হয়, এতে করে মজিবর (৫০) নামে এক ব্যক্তি  নিহত হয় এবং ৩ জন্য আহত হয়,আহত ৩ জন জামালপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থা আছে ও সিএনজি ড্রাইভার হারুন মিয়া ঘটনাস্থল থেকে আহত অবস্থা পালিয়ে যাই।

আহত ব্যক্তি একজন মহিলা ও দুইজন পুরুষ, মহিলা আহত ব্যক্তির নাম ফাতেমা বেগম ও দ্বিতীয় জন এর নাম হায়দার আলী এবং তৃতীয় জনের নাম জনি মিয়া জানা যায় জনি মিয়া জামালপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন।

আনুমানিক,১০.১৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে সাথে সাথে এলাকার লোকজন জামালপুর ফায়ার সার্ভিস কে ফোন দেয়।

ফায়ার সার্ভিসের লোক গিয়ে ঘটনাস্থল থেকে ১জনকে নিহত ও ৩ জনকে আহত অবস্থায় পান। আহত ৩ জনকে জামালপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

এই ঘটনা জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও সিএনজি কে জব্দ করে জামালপুর সদর থানায় নিয়ে আসে।

আরো জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান,তজন্ত সাবেক এর মামলা প্রস্তুতি গ্রহণ করা হবে।