Friday, 26 December 2025

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন মেসার্স মহর আলী, মহর এন্টারপ্রাইজের মালিক নিজেই, এমন একটি অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নির্ধারিত দামে এ সব সার পাওয়া যাচ্ছে না বি.সি.আই.সি সার ডিলারের মালিক মোঃ মহর আলী,মহর এর কাছে। অনেক বিক্রেতাকে রশিদ না দিয়েই বস্তাপ্রতি ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন সারের দাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বি.সি.আই.সি সার ডিলার মেসার্স মহর আলী, মহর এন্টারপ্রাইজের মালিক ‘সীমিত মজুদের’ কথা বলে অনাগ্রহ নিয়ে সার দিচ্ছেন। তবে বেশি দামে কিনলে সার মিলছে মেসার্স মহর আলী, মহর এন্টারপ্রাইজের কাছে ঐসহজেই। দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে কৃষক সজিব মিয়া বলেন, টিএসপি কিনেছেন ১ হাজার ৭০০ টাকায়, অথচ সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা পাশের গ্রামের কৃষক মালেক মিয়া জানান, ডিলারের বিক্রয়কেন্দ্রে সার আসার পরপরই কিছু খুচরা ব্যবসায়ীরা তা কিনে নিয়ে যায়। পরে সেই সারই বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীরা এমন কিছু অসাধু সার ডিলার থাকার কারণে বাড়তি দামে সার কিনতে হচ্ছে সাধারণ কৃষকের।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রতন মিয়া বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।