Monday, 20 January 2025

মডেল প্রেসক্লাব জামালপুর বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত

                         শুধু দেশ  জনগণের পক্ষে

মডেল প্রেসক্লাব জামালপুর  বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সুজাউদ্দৌলা সুজন

 আজ সকালে  জামালপুর পৌরসভাস্থ ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে মডেল প্রেসক্লাব জামালপুরের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন, সেতুলী বেম্বো গার্ডেনের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল সদর থানা ,তদন্ত অফিসার আনিসুর আশেকীন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু,মডেল প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এম এ কাশেম সহ সভাপতি আল মাসুদ লিটন যুগ্ম  সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দৌলা সুজন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী বেলাল সহ  মডেল প্রেসক্লাবের সম্পাদক মন্ডলী সদস্য ও  কার্যকরী সদস্য সাধারন সদস্য বৃন্দ  ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

নানা আয়োজনের মধ্য দিয়ে মডেল প্রেসক্লাব জামালপুরের  বনভোজন  শেষ হয়।