স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। উক্ত ইউনিয়নে গত এক মাসে ৬টি বাড়ি হতে গরু চুরি হয়েছে। জানা যায় গরু চোর চক্রের সদস্যরা গৃহর্স্থ্যর বাড়ী হতে গরু চুরি করে নিয়ে গেছে ৷ একই বাড়ী হতে ৬টি গরু চুরি হওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।গরিব অসহায় গ্রামবাসী মিলিত হয়ে প্রতিরাতে চার থেকে পাঁচজন মিলে সারারাত গ্রাম পাহারা দিয়ে যাচ্ছে যাতে করে আর কোন অসহায় ব্যক্তির গরু চুরি না হয়, রাতের আধারে যেন এমন চুরির ঘটনা আর না ঘটে। এ বিষয়ে গ্রামবাসী উর্ধতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বলেও জানা যায়।