Friday, 16 December 2022

জাল শিক্ষকের তালিকায় দিগপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

 

জাল শিক্ষকের তালিকায়দি গপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

জাল শিক্ষকের তালিকায়দি গপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন মাস্টারের নাম জাল শিক্ষকের তালিকা- ১২ তে প্রকাশিত হয়েছে। জানা যায়, গত ৬ ডিসেম্বর জাতীয় দৈনিক আমাদের বার্তা পত্রিকায় এ তালিকা প্রকাশিত হয়। পরের দিন দৈনিক শিক্ষা ডট কম জাল শিক্ষকের তালিকা- ১২ প্রকাশ করে। এ তালিকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন মাস্টারের নাম ২৮ নং ক্রমিকে রয়েছে। সূত্রে প্রকাশ, জামালপুর /২৯এস/ঢাকা/২২৭৩/৪ তারিখ ০৫/০৪/২০১৮। সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী, বগুড়া। তালিকায় আদায়যোগ্য অর্থের পরিমাণ: ১২,৪২,৩৩২.০০ টাকা। 

সুপারিশ করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, অনুরূপ ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) সুরাইয়া আকতার জাল সনদে চাকুরী করে আসছেন। তার নামও এ তালিকার ২৭ নং ক্রমিকে উল্লেখ রয়েছে।