নিজস্ব প্রতিবেদকঃ
স্ত্রীর পরকিয়া জানতে পেরে প্রাণ হারালো প্রবাসী স্বামী এমনি এক ঘটনার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর চর বওলা গ্রামে। জানা যায় চর বওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিন আহমেদ এর ছেলে সৈয়দ আল মনসুর মাখন চর পাকের দহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিয়া আক্তার এর সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
কিছুদিন পরই কাজের উদ্দেশ্যে সৌদি চলে যায় আল মনছুর মাখন। বিদেশে থাকা অবস্থাতেও থেমে ছিলনা রিয়া ও মাখনের প্রেমের সম্পর্ক। প্রায় প্রতিদিনই মোবাইল ফোনের মাধ্যমে কথপোকথন চালিয়ে যেত তারা। এক সময় তাদের এই প্রেমের কাহিনী জানতে পেরে দুই পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়া ও মাখনের।
প্রবাসী মাখন প্রতি মাসেই তার কষ্টের উপার্জন করা অর্থ নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিত তার স্ত্রী রিয়ার কাছে। স্বামী-স্ত্রীর দুরুত্তের ব্যবধান থাকলেও কিছুদিন ভালই ছিল তাদের এই বৈবাহিক জীবন। এভাবে চলতে চলতেই হঠাৎ করে পাল্টে যায় রিয়া।
স্বামী-স্ত্রীর দুরুত্তের ব্যবধানে আস্তে আস্তে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে রিয়া। এক সময় অবৈধ এই পরকিয়া প্রেম জটিল হয়ে গেলে বিবাহ ছিন্ন করার ভয় দেখিয়ে প্রবাসী মাখন এর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে থাকে রিয়া।
এ ঘটনা জানতে পেরে রিয়ার কথামত তার বাবা-মা ও তার পরিবারের লোকজন মিলে পরকিয়া করা সেই ছেলের সাথে রিয়াকে দ্বিতীয় বিবাহ দেওয়ার আয়োজন করে। দ্বিতীয় এ বিবাহের কাজে যেন কোন বাঁধা না আসে সে জন্য কৌশলে রিয়া প্রবাসী মাখনকে বলে তাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ কথা শোনার পর মাখনের সন্দেহ জাগলে তাৎখনিক সে নিজবাড়ী থেকে রিয়ার বাড়িতে দুইজন ব্যক্তিকে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারে রিয়ার দ্বিতীয় বিয়ে হচ্ছে। ওই দুইজন ব্যক্তির উপস্থিতি রিয়ার বাবা-মা টের পেয়ে তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে চলে যেতে বলে। অতঃপর মোবাইল ফোনের মাধ্যমে প্রবাস থেকে মাখন রিয়াকে দ্বিতীয় বিবাহ করতে বারন করে।
অবশেষে রিয়া তার স্বামীর আদেশ অমান্য করে দ্বিতীয় বিয়ে করায় প্রবাসে থাকা বাড়ীর ছাদে গলাড় দড়ি দিয়ে আত্মহ'ত্যা করে সৌদি প্রবাসী সৈয়দ আল মনসুর মাখন ।