Monday, 9 January 2023

ইসলামপুরে প্রতিপক্ষের মামলা আসামীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

ইসলামপুরে প্রতিপক্ষের মামলা আসামীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাসর আলীঃ

জামালপুরের ইসলামপুরে একটি দূর্ঘটনার মৃত্যু ঘটনাকে হত্যা মামলা সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে জেল-জুলুম,হামলা ও হয়রানী ঘটনায় আসামী সিরাজ ফারাজীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯জানুয়ারি)সন্ধ্যায় ভোক্তভোগী নিজ বাড়ী গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণপাড়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের নিহত আসামীর মেয়ে সিলিমা, নাজমা,রাজু আক্তার,শ্যামলাই,নাতিন সোহেল রানা, জামাই দেলু, অলি প্রধান(তমু)বক্তব্যে অভিযোগ করেন। 

গত ২০২০ইং সালে ৬জুলাই গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত দলিম উদ্দিন ফারাজীর ছেলে আব্দুল মমিন পারিবারিক কলহের জেরে উঠানে পড়ে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হাসপাতালে মারা যায়, পরবর্তীতে এই দূর্ঘটনার মৃত্যু ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে হত্যা মামলা সাজিয়ে প্রতিপক্ষদের ফাঁসাতে নিহত পুত্র আবু বক্কর সিদ্দিক তার দুই জেঠা পরিবারের উপর দোষ চাপিয়ে মামলা দায়ের করে। যার জিআর নং-১৪২(২)২০২০ইং,দায়েরা নং-৬০৯/২০২২ইং। উক্ত মামলায় বাদীর দুই জেঠা সিরাজ ফারাজী ও অছিম উদ্দীন ও অছিম উদ্দীনের দুুই ছেলে আমেজ উদ্দিন ও আব্দুল্লাহ এবং শিশু আল আমিন সহ নির্দোষ- নিরপরাধ লোকদেরকেও আসামী করা হয়। উক্ত হয়রানী মূলক মামলার ৪নং আসামী সিরাজ ফারাজী দুই বার জেল খেটে এসেও বাদী বক্কর সিদ্দিক ও তার ভাইদের হুমকী ধামকী অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে মানষিক ভাবে ভেঙে পড়ে অবশেষে ১লা জানুয়ারি/২০২৩ইং রবিবার ভোর রাতে মারা যায়। এব্যাপারে ভোক্তভোগী পরিবারের লোকজন সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সাজানো মামলা, জেল-জুলুম ও হয়রানী জেরে আসামী সিরাজ ফারাজী মৃত্যু ঘটনার প্রতিবাদ জানান ও ন্যায় বিচার পেতে উক্ত হয়রানী মূলক মামলা সঠিক তদন্ত  ও ন্যায় বিচার দাবী করেছেন।