Monday, 9 January 2023

মিরসরাইয়ের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট চট্টগ্রাম ।

 

মিরসরাইয়ের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট চট্টগ্রাম ।

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই থানার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তুলাবাড়ীয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ভূপাল বড়ুয়ার দায়েরকৃত জোর করে জায়গা দখল এবং বসত বাড়ি আগুন দিয়ে পোড়ানোর মামালায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫/০১/২০২১ তারিখে ৪৩৬ ধারায় ভূপাল বড়ুার দায়েরকৃত মামলায় আসামী প্রভাত বড়ুয়াকে আদালত ১ বছরের সাজা এবং ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং দঃবিঃ ৩২৩ ধারায় ৬ মাসের জেল এবং ৫০০ টাকা অর্থদন্ড সাজা দেওয়া হয়। 

আসামী দীর্ঘদিন পলাতক থাকলে মহামান্য আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তার প্রেক্ষিতে আসামী আজসকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট জনাবা কামরুন নাহার রুমি জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীর ছেলে ইপতি বড়ুয়া ও হিমু বড়ুয়া সহ তাদের কয়েকজন বন্ধুর সন্ত্রাসী কার্য-কলাপে এলাকার জনগন ভূপল বড়ুয়ার ঘর পোড়ার সাক্ষী দিতে আগ্রহী হচ্ছে না এবং ভূপল বড়ুয়ার পরিবারকে প্রানে মারার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় এলাকার জনগন সন্ত্রাসী উৎপাত নিরবে সর্য করতেছে।গত ২৩/০৩/২০২১ তারিখে প্রভাত বড়ুয়া ও সুজন বড়ুয়া (পুলিশ) কুরুয়া মৌজার বি.এস. দাগ নং- ৮২৯৮ দাগের ৮ শতক জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে কিন্তু তারা অদ্যবদি সন্ত্রাসীদের শক্তিতে উক্ত ভিটার দখল ছাড়ছে না। এমতাবস্থায় ভূপালের পরিবার নিরাপত্তা হীনতার মধ্যে তথা অজানা বিপদশঙ্কার মধ্যে দিন যাপন করতেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ভূপালের পরিবার।