বিপুল মিয়াঃ
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার বিকেলে হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,সদর আসনের এমপি বীরমুক্তীযোদ্ধো ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,সদর ইউএনও লিটুস লরেন্স চিরান,হাসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানজিনা মুনমুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। স্কুলের পরিবেশ দেখে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সন্তোষ প্রকাশ করে বলেন,এই প্রতিষ্ঠান এমপিও হওয়ার শতভাগ যোগ্যতা অর্জন করেছে,আমি প্রধানমন্ত্রীর কাছে এমপিওর বিষয়ে কথা বলব।