Monday, 13 February 2023

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ মান্নান খান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ,ত্রাণ ও সমাজকর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক নুরুল,  প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক, ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ দিপু।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত সদস্যবৃন্দ।