Thursday, 16 March 2023

জামালপুরে ইফাবা'র ইমাম সম্মেলন জেলার শ্রেষ্ঠ ইমাম মাওঃ শামছুল আলম

জামালপুরে ইফাবা'র ইমাম সম্মেলন জেলার শ্রেষ্ঠ ইমাম মাওঃ শামছুল আলম

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃজাকিউল ইসলাম 

 ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন/২০২৩ ইং অনুষ্ঠিত হয়,   জামালপুর মডেল মসজিদে সেমিনারের আগে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের প্রশিক্ষণলব্দ জ্ঞানের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের কবিরপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ শামছুল আলম শ্রেষ্ঠ ইমামের তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

জেলা সদর সহ সাতটি উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে "সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন" শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

আলোচনা করেন, জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য উপ-পরিচালক, জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি, আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, মাওঃ মাসুদ,হারুন রশীদ প্রমুখ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ। আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তৃতা রাখেন।