Thursday, 16 March 2023

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান


বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

ছাতিয়ানী সরকারি প্রাথমিক  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুকনুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ারেছ আহমেদ, উপজেলা প্রাথমিক  সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আঁখি আক্তার,  ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রাখাল,  বিশিষ্ট সমাজসেবক শামসুজবজুহা,মোঃ হায়দার আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান খান,মোঃ আতাউর রহমান আতা,মোঃ মন্টু মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছাঃ আছিয়া বেগম,  মোঃ আব্দুস সবুর,মোঃ হারুন অর রশিদ, মোঃ আতাউর রহমান, মোছাঃ আয়েশা বেগম,মোছাঃ তাহমিনা বেগম,মোঃ রেজাউল করিম ও মুহাম্মদ মোবারক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। 

অনুষ্ঠানের সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। 

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন।

পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।