Friday, 17 March 2023

বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল


বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফরহাদ রেজা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ জামালপুরের সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তারিফুল ইসলাম তারা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম, সাংবাদিক ফরহাদ রেজা, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক ফরিদুল ইসলাম, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক রিয়াদ হাসান,  সাংবাদিক নাজমুল হাসান, সাংবাদিক জিয়াউর রহমান, দোয়া পরিচালনা করেন সাংবাদিক ফরিদুল ইসলাম ফরিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবসে তার আত্মার মাগফিরাত কামনা করেন।