Saturday, 18 March 2023

দুলজান মেমোরিয়াল একাডেমিতে স্বাধীনতা দিবস এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

দুলজান মেমোরিয়াল একাডেমিতে স্বাধীনতা দিবস এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফরহাদ রেজা 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর  দুলজান মেমোরিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস রমজান মাসে হওয়ায় আজ ১৮ই মার্চ সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মুক্তারুল ইসলাম,প্রধান শিক্ষক কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আজিজুর রহমান, চেয়ারম্যান ডাংধরা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,আসাদুজ্জামান আসাদ ও মোজাম্মেল হক (তারা)যুগ্ন সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ ডাংধরা ইউনিয়ন,আমজাদ হোসেন উজ্জ্বল, সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। 

সে সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু বইয়ের মাধ্যমেই মেধার বিকাশ হয় না, খেলাধুলা এবং বিনোদনেও এর বিকাশঘটে। বর্তমানে অধিকাংশ  ছাত্র-ছাত্রী মোবাইলমুখী তাই, খেলা ধুলার মাধ্যমে তাদেরকে  বিভিন্ন খারাপ প্রভাব থেকে ফিরিয়ে আনা যাবে বলে আমি মনে করি।

সকাল ৮ টায় কোরআন তেলাওয়াত এবং পতাকা উত্তলন এর মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়। সারাদিন ব্যাপি অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সহ বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন হয়। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।