Thursday, 30 March 2023

জিরা হাওয়া

জিরা হাওয়া

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাঘারচর বিজিবি কাম্প (বি ও পি ৩৫) আজ ৩০/০৩/২০২৩ ইং সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর উপজেলা নয়ারচর বাজার এলাকা থেকে নৌকায় করে নদী পথে ভারতীয় জিরা নিয়ে যাওয়ার সময় আটক করে। 

আটককৃত জিরা গুলো আজ বিকেল চারটায় বাঘারচর বিজিবি ক্যাম্পের পাশেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা যায়, নিলামে বিক্রিত জিরা পূর্বের মালিকগণই ক্রয় করে নেয়।

এসময় নিলামে ক্রয়কারী/ পূর্ব-মালিকগণ অভিযোগ তুলে বলেন, আমাদের ১৪/১৫ জন ব্যবসায়ীর মোট ১৬৬ বস্তা জিরা আটক করা হয়েছিল, যার মধ্যে ১৩০ বস্তা নিলাম হয়েছে তাহলে বাকী ৩৬ বস্তা জিরা কোথায় গেল? এ বিষয়ে ব্যবসায়ীগণ বিজিবি সদস্য/কর্মকর্তার দিকে আঙ্গুল তুলে বলেন, এগুলো নিশ্চয়ই বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। 

অভিযোগে আরও বলেন, যে নৌকায় করে জিরা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল  ঐ নৌকাটিও জব্দ করা হয় এবং পরে তা দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয় বাঘারচর বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাগণ। 

এই বিষয়ে বাঘারচর বিজিবি ক্যাম্পের কর্তব্যরত অফিসার কে প্রশ্ন করা হলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।