স্টাফ রিপোর্টারঃ
জেলার মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শহীদ মিয়া ( ৩৫) নামে এক রং মিস্ত্রি শ্রমিককে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে । গুরুত্বর আহত শহীদ মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ এ ব্যাপারে আহতের স্ত্রী রিক্তা বেগম জানান, আমাদের বাড়ির সাড়ে চার শতাংশ জমি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই মধ্যে শুক্রবার সকালে পুলিশ বিবদমান ওই জমি নিয়ে একটি নোটিশ নিয়ে আসে মোহাম্মদ আলীর কাছে। এর ক্ষোভে শনিবার সকালে মোহাম্মদ আলী নেতৃত্ব দলের ৫ থেকে ৭ জনের টিম চাপাতি দিয়ে এলাকার মৌলভীর দোকানের সামনে শহীদ মিয়াকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এতেও ক্ষান্ত না হয়ে মোহাম্মদ আলী নেতৃত্ব দল আহত শহীদের বাড়িতে হামলা চালিয়ে দেড় লক্ষ টাকা লোট করে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।