এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)
রাজশাহীর সাগরপাড়াস্থ "এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)'র আয়োজনে ও 'দ্যা কার্টার সেন্টার' এর আর্থিক সহায়তায় এসিডির সভা কক্ষে জেলার ২০টি মানবাধিকার নিয়ে কর্মরত এনজিও প্রধানদের সমন্বয়ে "নারীর অগ্রগতিতে তথ্য অধিকার নেটওয়ার্ক" সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা কমিটির সভাপতি সুফিয়া খাতুন মিলির সভাপতিত্বে এবং এসিডির প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত কুমার পালের সঞ্চলনায়- তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, বিগত তিন মাসের অর্জন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা তৈরীসহ সমাজে নারী নির্যাতনের প্রতিকার, বৈষম্যতার শিকার, যৌন হয়রানী, বাল্য বিবাহের কুফল এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে করনীয় কি?
সেগুলির উপরে বিশদ ভাবে আলোচনা করা হয়।
সভায় এসিডির বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।।