Tuesday, 9 May 2023

জামালপুরের আলোচিত হাশেম চুরার বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশি

জামালপুরের আলোচিত হাশেম চুরার বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশি

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুর পৌর শহরের সাহাপুর গ্রামের মৃত নজর আলির ছেলে হাশেম ওরফে হাশেম চুরার বাড়িতে জামালপুর ও ইসলামপুর পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য কিছুমাস আগে ইসলামপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক আসামিদের জবানবন্দিতে চুরির মাস্টারমাইন্ড মুলহুতার নাম আসে হাশেম ও তার ছেলে রবিউল এর।বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মালামাল চুরি হয় ইসলামপুরে, চুরির এই সমস্ত মালামাল উদ্ধার ও চোরের গডফাদার হাশেম ও রবিউল কে আটক করার জন্য পুলিশ হাশেম এর বাড়িতে অভিযান পরিচালনা করে।কিন্তু বরিউল কে বাড়িতে পাওয়া যাই নি।জনগণের জানমাল নিরাপত্তায় পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে যানান জামালপুর পুলিশ সদস্যরা।