Wednesday, 26 July 2023

ভাটারায় সাবেক কৃষি কর্মকর্তার চারা গাছ কর্তন

ভাটারায় সাবেক কৃষি কর্মকর্তার  চারা গাছ কর্তন

বিপুল মিয়াঃ

 সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের  অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা  মোঃ আব্দুল হামিদ ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ আলেয়া খাতুনের চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে  দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মোঃ  আব্দুল হামিদ বলেন আমরা বর্তমানে গ্রামের বাড়িতে বসবাস করি এবং চাকরীর সুবাদে দুই ছেলে ঢাকায় বসবাস করে। চিহ্নিত চোরের উত্তাপ এবং দুর্বৃত্তদের কারণে এখন  এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছি। তিনি বলেন গত, কয়েকদিন আগে তাদের  পুকুর পাড়ে ৪০টি বিভিন্ন জাতের  গাছের চারা রোপন করেন। পরে দুর্বৃত্তরা ১৯ জুলাই রাতে ১৫টি গাছের চারা কেটে  ফেলে । এ ব্যাপারে 

স্থানীয়দের সাথে কথা বললে এর সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত   

করা হয়েছে। পুকুরের মাছ, গাছের ফল-ফলাদি এবং ঘরের জিনিসপত্র প্রতিনিয়ত চুরি  হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তাঁর বড় ছেলে আলী কাউসার, হাতের আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান। অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ গাছ কাটা ও জীবনের  নিরাপত্তার জন্য দাবি জানান প্রশাসনের নিকট।