Friday, 28 July 2023

এস,এস ,সি-তে রাজশাহী বোর্ড পাসের হারে সর্বসেরাঃ

এস,এস ,সি-তে রাজশাহী বোর্ড পাসের হারে সর্বসেরাঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

এবৎসরে এস,এস ,সি, পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ ভাগ। আজ ২৮ জুলাই-২০২৩ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে সর্বমোট ২ লাখ ৫৮০২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন।

গত বারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ১৫ হাজার ৬৪৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৪২ হাজার ৫১৭ জন।

তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬২৩ জন এবং ছাত্রী ছিলো ৯৯ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যো পাশ করেছে ৮৭ দশমিক ৮৯ ভাগ।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন।

এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। আর বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়।