Wednesday, 16 August 2023

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জামালপুর পৌরসভাস্থ কড়ইতলা ( তমালতলা)'য় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যচ ধারন,বিশেষ দোয়া মাহফিল, আলোচনা ও রান্না করা খাবার বিতরণ। মডেল প্রেসক্লাব,জামালপুরের সভাপতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক সুরুজ্জামান,যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক  নাঈম রহমান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির আহমেদ।  অনুষ্ঠানে  মডেল প্রেসক্লাবের কার্যকরি সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ কাশেম, সুজাউদ্দৌলা সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জলিল আকন্দ শশী।