Monday, 28 August 2023

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল।

তারিকুল ইসলাম 
মাদারগঞ্জ প্রতিনিধি 

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটি আয়োজিত  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

কেন্দ্র কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী'র সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান রহমতুল্ল্যাহ রিমু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য জননেতা মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা ও আতাউর রহমান আবু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম, তথ্য সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক আতিকুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম ও মাসুদুর রহমান, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, সদস্য রাজন কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রমূখ।  এ সময় উপজেলা,শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।