Sunday, 27 August 2023

মাদারগঞ্জ উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

মাদারগঞ্জ উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

তারিকুল ইসলাম 
মাদারগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে  উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৬ আগস্ট ২০২৩ খ্রিঃ (শনিবার) সকাল ১০ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।  সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং তাঁতীলীগের  সমন্বকারী মোঃ আনোয়ারুল হাসান উজ্জল। এ সময় উপজেলা,শহর ও ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে  বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।