বিপুল মিয়া,জামালপুরঃ
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে আশেক মাহমুদ কলেজে অডিটোরিয়াম আলোচনা সভা, র ্যালী ও কবিতা আবৃত্তি ,নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের ছনকান্দা ইয়ুথ গ্রুপের সমন্বয়কারী অলি ইসলাম ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ খেলনা রাণী দেব।
সরকারি আশেক মাহমুদ কলেজের ইয়ুথ সমন্বয়কারী জিল্লুর রহমান শান্তর সঞ্চালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাকের আহমেদ,যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক( ভারপ্রাপ্ত)সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাজু আহম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি এএসআই সানজিদ,
দৈনিক আমার সংবাদ এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ বিপুল মিয়া ।
বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ব্র্যাক জামালপুর ডেপুটি ম্যানেজার সেলিম রেজা।
অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।
সমন্বিত যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং কৈশর বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে এ বিষয়ে আলোচনা পরিবেশ গড়ে তোলা উদ্দেশ্যে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প ২৩ টি জেলায় যুবদের নিয়ে কাজ করে যাচ্ছে।
রাইট হিয়ার রাইট নাও প্রকল্প এ বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ তৈরিতে সরকারের পাশাপাশি সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।