Monday, 7 August 2023

জামালপুর পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

জামালপুর পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।পলাতক অবস্থায় জামালপুর রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল ৬ টার দিকে জামালপুর সদরে রামনগর এলাকা থেকে অভিযুক্ত শশুর আজিজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,আজিজ মিয়ার ছেলে মোঃহাবিবুর রহমান (২৬)কুয়েত প্রবাসী।তাই বাড়িতে পুত্রবধূ একা থাকার সুযোগে আজিজ মিয়া ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

এসময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিজ মিয়া দ্রুত পালিয়ে যান।পড়ে ভোক্তভোগী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।