Wednesday, 20 September 2023

মেলান্দহ গুজামানিকা চোলাই মদ তৈরির কারখানার লিডার সুজন

মেলান্দহ গুজামানিকা চোলাই মদ তৈরির কারখানার লিডার সুজন

মোঃসোহেল রানা

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি  পৌরসভার ১ নং ওয়ার্ডের গুজামানিকা এলাকায় সুজন মোচার এর বাড়িতে সন্ধ্যার পরে প্রতিদিনি বসে চোলাই মদের উৎসব।এ যেন থামানের কেহ নেই।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,অনেক দূর-দূরান্ত থেকে লোক এসে সুজন মোচার এর ঘরে বসেই প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে চোলাই মদ।  সুজনের তৈরিকৃত মদ রাতে বিক্রি করে গ্লাস প্রতি ২০০ টাকা আর দিনে বোতল জাত করে কখনো  নিজেই কখনো ভগ্নিপতি কখনো সাব ডিলারের মাধ্যমে পৌঁছে দেয় মাদারগঞ্জ, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর টাউন,হাজরাবাড়ি বাজার  জটিয়াররপাড়া, কুঠেরবাজারসহ বিভিন্ন  জায়গায়।  সুজন ইতিপূর্বে কয়েকবার জেল ও ডিবি হাতে গ্রেফতার হয়েছিল।  এভাবে মদ বিক্রি করে হয়ে গেছে প্রায় ২০ লক্ষ টাকার মালিক।তবে নিজেকে গোপন করে রাখার জন্য সে থাকেন ভাঙ্গা ঘরে। ঔ বাড়িতে আরো কয়েকজন মদ প্রস্তুত ও বিক্রি করলেও সকলের লিডার হয়ে সব কিছু সামাল দিয়ে যান সুজন। মদের চুলা জ্বালানো হয় গভীর রাতে  এবং চুলা নিভানো হয় ফজরের পর। সন্ধ্যা হতে রাত ১২ পর্যন্ত মদ ক্রেতা বিক্রেতার বিচরণে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।কেউ প্রতিবাদ করতে গেলেই এলাকাবাসী ও মদ-কারবাবিদের মধ্য মারামারি,হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহনের প্রত্যাশা করছে।#