শুধু দেশ ও জনগণের পক্ষে
মাইনুল ইসলাম রিফাতঃ
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিক, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষত করে দেশ ও জাতির উন্নয়ন তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উপর দায়িত্বশীল হতে হবে শিক্ষকদের।
জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর কিন্ডারগার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জামালপুর জেলা আ-লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।
উক্ত অনুষ্ঠানে রশিদপুর ইউনিয়ন আ-লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্ভোধক রশিদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক খন্দকার ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ-লীগ, জামালপুর জেলা শাখার উপদেষ্টা আঃ আজিজ খান, তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস,এম জাহাঙ্গীর আলম লিচু, জামালপুর সদর উপজেলা আ-লীগের শিক্ষা ও মানব সম্পাদক আনিছুর রহমান, রশিদপুর ইউনিয়ন আ-লীগের সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম সারোয়ার হোসেন মিস্টার, জামালপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সাবেক ডেপুটি কমান্ডার ও সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন ফকির, পাকুল্যা মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক আকন্দ প্রমুখ।
এ ছাড়াও সেখানে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন বয়সের আমন্ত্রিত অতিথিদের উপস্থিাতি দেখা গেছে।
উদ্বোধনী এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আ-যুবলীগ, জামালপুর সদর উপজেলার দপ্তর সম্পাদক লুৎফর রহমান সবুজ।
অবশেষে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটির শুভকামনা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।