নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর জেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা স্টেশনে যখন টিকিট কালোবাজারী স্টেশন মাস্টার নিজেই,তখন সাধারন যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়,
অফিস কক্ষে দিনের বেলায় খালি গায়ে প্রতিদিন ঘুমান নান্দিনা রেলওয়ে স্টেশন মাষ্টার দেওয়ান হারুন,কালোবাজারী স্টেশন মাস্টারের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকলেও রেলওয়ে কতৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছে না, সম্প্রতি কালবেলার একটি নিউজে স্টেশন মাস্টারের টিকিট কালোবাজারীর একটি তথ্য উঠে এসেছে,সেখানে দেখা যাচ্ছে তিনি একজনের কাছে জামালপুর এক্সপ্রেসের ৩টা টিকিটের মৃল্য চাওয়া হচ্ছে সাড়ে সাতশত টাকা, যাত্রীকে আরও বলেন টাকা রেখে যান পরে এসে টিকিট নিয়ে যাবেন,এসময় যাত্রী বলেন ১৮০ মৃল্যর টিকিট আপনি চাচ্ছেন ২৫০ টাকা ৭৫০ টাকা এর কারন কি, এ কথা বলতেই ক্ষেপে উঠেন স্টেশন মাস্টার বলেন আপনার মাথায় যতেষ্ঠ জ্ঞান রয়েছে এই টিকিটের মূল্যর অতিরিক্ত টাকা চলে যাবে প্রশাসনের লোকের কাছে আপনি বোঝেননা, আমি শুধু আপনার উপকার করছি,একজন স্টেশন মাস্টার অন ক্যামেরার সামনে এসব কথা বলেন, টিকিট কালোবাজারী স্টেশন মাস্টার দেওয়ান হারুন
স্টেশন মাস্টারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে, স্টেশন পরিছন্ন কর্মিদের টাকা টাও তার পকেটেই ঢুকে,বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে ভুক্তভোগীদের দাবী এই কালোবাজারী স্টেশন মাস্টারের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা গ্রহন করা হোক।