Thursday, 19 October 2023

জামালপুর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিজা জামালপুর প্রতিনিধিঃ-

দেশের অন্যতম গণমাধ্যম জাতীয় দৈনিক কালবেলা নবযাত্রার১ম বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এক বছরের এই স্বল্প সময়েই কালবেলা আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

সারাদেশের ন্যায় জামালপুরে সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় জামালপুর প্রেসক্লাবে  সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে যাত্রার ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান  এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাকী বিল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সোহরাব হোসেন,ও  সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ, কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান ও কালবেলার শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম এবং  টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল সহ সকল সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা নিরপেক্ষতা ধরে রেখে খবর প্রকাশের জন্য কালবেলা প্রকাশক ও সম্পাদকের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মনিরপেক্ষ ভাবে এগিয়ে চলার আহবান জানান।