Tuesday, 3 October 2023

জামালপুরে রফিক মেম্বারের বিরুদ্ধে বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুরে রফিক মেম্বারের বিরুদ্ধে বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়রা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রফিক আলীর বিরুদ্ধে পইরবাড়ী গ্রামের বৃদ্ধা রাশেদা কতৃক উঠেছে ৩ বছরের বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ । 

ভুক্তোভোগী রাশেদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলেও এখন পর্যন্ত মেলেনি কোন সমাধান। 

গত ৩ বছর ধরে বয়স্ক ভাতার কার্ড হওয়া স্বত্তেও কোন টাকা উত্তোলন করতে পারেনি রাশেদা। বিষয়টি জানতে গেলে কার্ড হয়নি বলে বৃদ্ধা রাশেদাকে ফিরিয়ে দেন রফিক মেম্বার। 

পরবর্তীতে ভুক্তোভোগী রাশেদা পুনরায় অনলাইনে বয়স্ক ভাতা কার্ডের আবেদন করতে গেলে তিনি জানতে পারেন তার কার্ডটি ৩ বছর আগেই করা হয়েছে । 

অতঃপর রফিক মেম্বার ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য রাশেদাকে ডেকে নিয়ে একটি বিকাশের দোকান থেকে ১৫ শত টাকা উত্তোলন করে দেন । বাকি টাকা চাইতে গেলে রফিক মেম্বার রাশেদাকে ভয়ভীতি দেখান বলেও জানিয়েছেন রাশেদা।

বৃদ্ধা রাশেদা কতৃক আরও জানাযায় বয়স্ক ভাতা কার্ড করে দেয়ার নাম করে ৩ বছর আগে নগদ ৪ হাজার টাকা দাবি করেছিল রফিক মেম্বার । 

এ বিষয়ে রফিক মেম্বারের সাথে মুঠোফোনে কথা বলতে গেলে অভিযোগের প্রমাণ দেখানোর কথা বলে ফোন কেটে দেন তিনি ।

স্থানীয়রা জানান, এ মেম্বারের দ্বারা কোন উপকার হয়নি তাদের ।

বসতভিটা না থাকায় তার মেয়ের জামাইবাড়িতে থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মানবেতর জীবনযাপন করে করছে বিধবা ও বৃদ্ধা রাশেদা ।

ভুক্তোভোগী রাশেদাসহ তার পরিবারের দাবি অনতিবিলম্বেই যেন এ দুর্নীতির সুবিচার করা হয় ।