Sunday, 8 October 2023

জামালপুরে ব্র্যাকের অধিকার এখানে এখনি প্রকল্পের কৈশোর বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রচারাভিযান

জামালপুরে ব্র্যাকের অধিকার এখানে এখনি প্রকল্পের কৈশোর বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রচারাভিযান

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্পের কৈশোর বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রচারাভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লুডু ও ভলিবল খেলার  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের দশটি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।

প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা উচিত । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

রোববার   দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার 

ইজ্জাতুননেছা  উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।

ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  সদর উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা তাজমিরা হাসান। 

বিশেষ অতিথি বক্তব্য দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট এর জামালপুর প্রতিনিধি মোঃ বিপুল মিয়া ও প্রোগাম কো-অর্ডিনেটর  এফপিএবি মাহিনুর সিদ্দীকা। 

অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।

অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মমিন ।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।   বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এরিয়ে চলার জন্য বলা হয়।