Friday, 3 November 2023

জামালপুর সেটেল্টমেন্ট অফিসের ঘুষখোর সার্ভেয়ার আমিনুলের বদলি

জামালপুর সেটেল্টমেন্ট অফিসের ঘুষখোর সার্ভেয়ার আমিনুলের বদলি

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুর পৌর শহরের রামনগর মৌজায় পনের লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ মজিবর রহমানের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়া সার্ভেয়ার আমিনুরের বদলির আদেশ জারি করা হয়েছে।গত ২৬ অক্টোবর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। একই সাথে জামালপুর সেটেল্টমেন্ট অফিসে ডেপুটেশনে কর্মরত মোহাম্মদ রুহুল আমিনকেও বদলির আদেশ দেওয়া হয়।এর আগে গত ২১ সেপ্টেম্বর সেটেলমেন্ট অফিসের প্রধান সহকারী কাম সার্ভেয়ার আমিনুরের বিরুদ্ধে পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধের জমি স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগে একাদিক পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়।

আমিনুর ইসলামের বদলির বিষয়ে জানতে চাইলে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার আরিফুল ইসলাম জানান, আমিনুরসহ দুজনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বৃদ্ধ মজিবর রহমানের জমির রেকর্ড সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনানি হয়েছে, যাচাইবাছাই চলছে। কাগজপত্র অনুযায়ী বৃদ্ধ মজিবর রহমান ন্যায়বিচার পাবেন।