জামালপুর প্রতিনিধিঃ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ম ও আইনি সুরক্ষা কর্মসূচি সরিষাবাড়ি উপজেলার
পোগলদিঘা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন শায়লা নাজনীন মহিলা বিষয়ক কর্মকর্তা, আরিফুর রহমান সমাজ সেবা কর্মকর্তা। সমন্বয় সভায় কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ হবে তা নিয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহ এর ফলে কিকি সমস্যা হয় তা তুলে ধরেন অংশগ্রহণকারীগন।এ বিষয়ে বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা।
সবাই একটি করে উদ্যোগ গ্রহন করেন।ভূয়া জন্মসনদ প্রতিরোধের উদ্যোগ নেন ইউপি সদস্যগন। বাল্যবিবাহ এর ক্ষতি কর দিক মসজিদে খুতবার সময় আলোচনা করবেন ইমামগন।কাজীও অন্যান্য সদস্যগন বিভিন্ন মিটিং ও ফোরামে বাল্যবিবাহ এর শাস্তি বিষয়ে আলোচনা করবেন। এ মিটিং সার্বিকভাবে সহযোগিতা করেন অফিসার সেলপ সুরাইয়া পারভীন। সমন্বয় সভা পরিচালনা করেন জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি হাফিজা খানম ।