নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের কলাদহ মিজা গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত টাকার চাইতে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, পাশাপাশি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে পাশ না করেও অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণ করছেন শিক্ষার্থীরা।যার নিয়ম বহির্ভূত।
এই বিষয় নিয়ে যে সকল শিক্ষার্থীরা সকল বিষয়ে পাস করেছে,তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।তারা বলছে আমরা সারা বছর কষ্ট করে লেখাপড়া করে পাশ করেছি,আর তারা পাশ না করে টাকার বিনিময়ে ফরম পূরণ করছে।তাদেরকে শিক্ষকরা সুযোগ করে দিচ্ছে। এই সমস্ত শিক্ষাকদের জন্য প্রতিবছর আমাদের স্কুলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।আর যে সমস্ত শিক্ষকরা এ ধরনের অবৈধ সুযোগ করে দেয় শিক্ষার্থীদের তাদের বিষয় নিয়েও এলাকায় দেখা দিয়েছে সমালোচনা।
অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান আজাদ বলেন আমি সাংবাদিকদের শিক্ষার্থীদের পাশ-ফেল এর বিষয়ে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো না।আপনাদের যা মন চায় তাই লিখে নিউজ করেন গা এতে আমার কোন জায়আসে না।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুজা মিয়া বলেন অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমি আরও কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে শুনেছি,বিষয়টি দুঃখজনক।আমাদের স্থানীয় এমপি মহোদয় মির্জা আজম সাহেব বলেছেন বিনা খরচে শিক্ষার্থীদের শিক্ষাদান করার জন্য।কিন্তুু এই বিদ্যালয়ের শিক্ষকরা কোন কিছুই মানছে না।প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের এই ধরনের আচরণে অভিভাবকদের মাঝে ও গ্রাম বাসীর কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
মাদারগঞ্জ উপজেলার এডুকেশন সুপারভাইজার শফিকুল হায়দার বলেন,একটি বিষয়েও উত্তীর্ণ না হলে পরীক্ষার ফরম পূরণের সুযোগ নেই।আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।