Wednesday, 15 November 2023

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে নানা আয়োজনে ভোরের চেতনা প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে নানা আয়োজনে ভোরের চেতনা প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফরহাদ রেজা

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নানা আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা প‌ত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সানন্দবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক ভোরের চেতনা প‌ত্রিকার ২৪ তম বর্ষপূর্তি এবং ২৫ বর্ষে পদার্পণ পালিত হয়েছে।

এ উপলক্ষে (১৫ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সানন্দবাড়ি প্রতিনিধি মো. আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ফখরুল আলম আকন্দ।

রাজধানী টিভির দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. রশিদুল আলম শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জাকিরুল ইসলাম জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিম, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের (ডিএসবি) আব্দুর রহিম, দৈনিক খবর পত্রের দেওয়ানগঞ্জ প্রতিনিধি ও অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ,দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক সারেজমিন পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাত রেজা প্রমূখ।

সভায় বক্তারা বলেন,দৈনিক ভোরের চেতনা প‌ত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। ভোরের চেতনা পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে। সারাদেশের স্থানীয় দৈনিক পত্রিকার মধ্যে এই পত্রিকাটি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা আরও বলেন, ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ।

তার নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে অতিথিরা দৈনিক ভোরের চেতনা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র‍্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।