জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া
জামালপুরে প্রকল্প পরিচিতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা জামালপুর।
সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরী'র সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার কাউছার, জেলা সমাজ সেবার উপ- পরিচালক রাজু আহাম্মেদ, পৌরসভার মহিলা কাউন্সিল ডা. সাঈদা আক্তার, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, এসএ টিভির জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার হিজড়া সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছে। সরকার এই জনগোষ্ঠীর সদস্যদের জন্য অনেক সুযোগসুবিধা প্রদান করেছে।
পরে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা ও ব্লাস্ট এসসিজি প্রকল্পের কেক কাঁটার মধ্যে দিয়ে শুভ সুচনা করা হয়।
ব্লাস্ট এসসিজি প্রকল্পের সহযোগিতা এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।