Wednesday, 6 December 2023

প্রজনন স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্র্যাকের

প্রজনন স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির  দক্ষতা উন্নয়নে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্র্যাকের

স্টাফ রিপোর্টারঃ বিপুল মিয়া

প্রজনন  স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে সভা হয়েছে। 

রোববার দুপুরে  ব্র্যাকের অধিকার এখানে,এখনই প্রকল্পের উদ্যোগে জামালপুর পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায়  ইয়ুথ ক্লাবের সদস্য জিল্লুর রহমান শান্তর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাকের  এরিয়া কো- অর্ডিনেটর জিল্লুর রহমান । এতে  প্রধান অতিথির বক্তব্য দেন,ব্র্যাকের জেলা  সমন্বয়কারী আহম্মেদ ওমর ফারুক ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এসএ টিভির জেলা প্রতিনিধি  ফজলে এলাহী মাকাম, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ। 

এসময় বক্তারা কিশোর কিশোরীদের যৌন,প্রজনন,স্বাস্থ্য ও অধিকার ইস্যুতে পারিবারিক ও সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সচেতন হওয়ার আহবান জানান। সভায় ব্র্যাকের এখানে এখনই প্রকল্পের ডিওয়াইএম কাকুলী আক্তর,ইয়ুথ ক্লাবের সদস্য, জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের  কর্মরত সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।