Wednesday, 6 December 2023

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এতে র ্যালী, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা ও  আলোচনা সভা  আয়োজন করা  হয়।গতকাল বুধবার দুপুরে পাথালিয়া এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা নারী উদ্যোক্তার সভাপতি সাঈদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর মহিলা বিষয়কের উপ পরিচালক কামরুন্নাহার। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে  সার্বিকভাবে সহযোগিতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার । 

সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য ,সাংবাদিক  ও বিভিন্নপেশাজীবি মানুষ। 

বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের   সাথে নিয়ে ব্র্যাক অধিকার  এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।