Saturday, 16 March 2024

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেওয়ান মোঃ ইমরান দোয়া প্রত্যাশ


উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেওয়ান মোঃ ইমরান  দোয়া প্রত্যাশ

ইসলামপুর প্রতিনিধিঃ শরিফ মিয়া

আসন্ন আগামী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪  সামনে রেখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দেওয়ান মোঃ ইমরান সকলের দোয়া প্রত্যাশী। 

১৬ মার্চ শনিবার  দেওয়ানগঞ্জ পৌরসভার ৭,৮  ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা  জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময় কালে এলাকাবাসীর প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মোঃ ইমরান বলেন,

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি   চেয়ারম্যান হিসাবে  সকলের  দোয়া প্রত্যাশী।  আমি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার সাধ্যমত ও সরকারি বিভিন্ন কর্মসূচি গরীব ও অসহায় মানুষের মাঝে যথা সময়ে  পৌঁছে দিচ্ছি । বিগত দিনেও আমার  অফিসে এসে  কেউ খালি হাতে ফিরে যায়নি। আমি আশা আপনাদের সঙ্গে থেকে  কাজ করে যেতে  চাই। তাই আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে  আপনাদের সমর্থন ও দোয়া প্রত্যাশী।