Monday, 8 April 2024

ইসলামপুরে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে তথ্য প্রদানকারী মোঃ হুমায়ুন মৃত্যুশয্যায়

ইসলামপুরে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে তথ্য প্রদানকারী  মোঃ হুমায়ুন মৃত্যুশয্যায়

 জামালপুর প্রতিনিধি: 
আশরাফুর রহমান রাহাত

গতকাল দুপুর ১২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে  জামালপুর ইসলামপুর থানাধীন ফলকার চর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে  উক্ত ফুলকারচর গ্রামের মৃত.আজিজুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন হেনোইন সহ গ্রেফতার করার সময় তথ্যদানকারী মোঃ হুমায়ুন (৪৫) (৪৫)কে 

বুকের বাম পাশে স্টিলের সুইজ গিয়ার চাকু দিয়ে তাকে সজোরে আঘাত করে। মারাত্মক জখম করে। 

ঘটনাস্থল থেকে  আসামি দৌড়ে  পালিয়ে যাওয়ার সময় জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম

৪ গ্রাম হেরোইন ও ধারালো সুইজ গিয়ার চাকুসহ তাকে গ্রেপ্তার করেন। 

আহত মোঃ হুমায়ুন কে প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার আঘাত অতান্ত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর জেনারেল হাসপাতাল জামালপুরে রেফার্ড করেন। 

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত  ডাঃ মোঃ ফাহিম আহত  হুমায়ুন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে  রেফার্ড করেন। বর্তমানে আহত  মোঃ হুমায়ুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

আসামী জাহাঙ্গীর এর কাছে থাকা ৪ গ্রাম  হিরোইন ও একটি কালো রঙ্গের স্টিলের চাকু উদ্ধার করা হয়। 

আসামীর  বিরুদ্ধে  ইসলামপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়। দুইটি মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক জনাব মোঃ এনামুল হক বাদী হয়ে আসামীর বিরোদ্ধে ইসলামপুর থানায় পৃথক দুইটি মামলা করেন।