Wednesday, 10 April 2024

আজ জামালপুরে ঈদ-উদযাপন করছেন তেরটি গ্রামের মানুষ

আজ জামালপুরে ঈদ-উদযাপন করছেন তেরটি গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিবছরের ন্যায় এবারো জেলার সরিষাবাড়ীতে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ১৩টি গ্রামের অর্ধ সহস্রাধিক নারী-পুরুষ। 

বুধবার (১০ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

আজিম উদ্দিন মাস্টার জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরই এই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৫ থেকে ১৬ গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এরই ধারাবাহিকতায়  আজ সকালে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। মাঝে মাঝে চাঁদের হেরফেরে ৪৮ ঘণ্টা পরেও ঈদ করে বাংলাদেশের মানুষ। প্রযুক্তির এই যুগে সকল খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।