বিপুল মিয়াঃ
জামালপুর সদর উপজেলার মেষ্টা হাসিল হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কে জি পি এল শর্টপিচ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে।
সোমবার বিকেলে হাসিল গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয় ।
খেলা উদ্ভোধন করেন কলতাপাড়া রেলগেট জামে মসজিদের সভাপতি আব্দুল্লাহ হেল বাকী। মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুকনুজ্জামান সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি ফরহাদ হোসেন, সদস্য রুমান সরকার।
টাইগার একাদশ বনাম ঝাউরাম একাদশ ফাইনাল খেলা অংশগ্রহন করে।এতে ঝাউরাম একাদশ বিজয় লাভ করেন।