জামালপুর জেলা প্রতিনিধিঃ
শাকিল হাসান
আজ সকালে জামালপুর পৌরসভার বকুলতলা টিকাপটি এলাকার মাদ্রাসা রোড এর পিছনে নতুন পাইলিং রাস্তার পাশে খেলছিলো আলিফা(৭) নামের এক শিশু খেলাকালিন সময় হঠাৎ করে একটি সাদা রঙের প্রাইভেট কার শিশু আলিফা কে ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে প্রাইভেটকার চালিয়ে যায় শিশু আলিফার চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে সাথে সাথে প্রাইভেট কার টি ওখান থেকে দূ্ত গতি তে পালিয়ে যায় ঘটনার পর গুরুতর অবস্থায় শিশু আলিফাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়,শিশু আলিফা বাম পা ভেঙে যায় এবং হাতে পায়ে মাথায় আঘাত পায়
এ বিষয়ে এলাকাবাসী জানান,প্রাইভেট কার ড্রাইভার এর অসচেনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এর সুস্থ বিচার দাবি করেন তার পরিবার ও এলাকাবাসী