Friday, 12 April 2024

ইসলামপুরে উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবককে পুলিশ পৌঁছে দিলো ক্যাম্পে

ইসলামপুরে উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবককে পুলিশ পৌঁছে দিলো ক্যাম্পে

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অচেতনাবস্থায় উদ্ধার হওয়া মো.রুবেল(২২) নামে রোহিঙ্গা যুবকটিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিলেন ইসলামপুর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার(১১এপ্রিল) রাতে ইসলামপুর থানা কম্পাউন্ড থেকে ওই যুবককে নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে রওনা দেয় ইসলামপুর থানা-পুলিশ।

ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ  ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে অচেতনাবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে সে তাঁর নাম মো.রুবেল (২২) সে মায়ানমারের রাখাইন রাজ্যের মুন্ডুপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বলেও পুলিশকে জানায়। মো.রুবেল রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে বসবাস করে আসছিলো বলে জানাযায়। 

রোহিঙ্গা যুবক রুবেল আরো জানায়,গত বুধবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মো.শহিদ এবং মো.রুমান নামে দুই রোহিঙ্গার সঙ্গে কুঁড়িগ্রামের রৌমারী উপজেলায় যাওয়ার পথে ইসলামপুরে সড়কের পাশে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় তাকে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন,স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে পৌঁছে দিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওনা দেয়। শুক্রবার সকাল ১১টার দিকে ইসলামপুর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো.জাহাঙ্গীর আলম রোহিঙ্গা যুবক রুবেলকে ক্যাম্পে পৌঁছে দিয়েছেন বলে জানান ওসি সুমন তালুকদার।