স্টাফ রিপোর্টারঃশরীফ মিয়া
জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মে বিকালের দিকে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত হাবিব সাত্তির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার বিপিএম মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, জামালপুর ডিবি-২ এর ওসি সোহেল রানা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংবাদিক মদন মোহন ঘোষ, সাবেক কমিশনার মামুনুর রশিদ সহ অনেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মরত মানুষ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিট পুলিশিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।